জন্ম ১৯৬২ সালের ৯ এপ্রিল বরিশাল শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। কলেজ জীবন থেকেই লেখালেখির শুরু। ১৯৮৩ সালে তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় কাজের মধ্য দিয়ে সাংবাদিকতার শুরু। এরপর সাপ্তাহিক ২০০০-এ কাজ করেছেন দীর্ঘদিন। পাশাপাশি মুনু শিল্পগােষ্ঠীতে জনসংযােগের চাকরি। জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ জনসংযােগ সমিতির মেম্বার ছিলেন। শৈশব থেকেই অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন এবং বিচিত্র সব অভিজ্ঞতা অর্জন করেছেন। ঘুরেছেন বিভিন্ন দেশ। সেই সব লড়াই সংগ্রাম আর বিচিত্র অভিজ্ঞতা নিয়েই তিনি লিখছেন অনেক গল্প, উপন্যাস, নিবন্ধ এবং স্মৃতিকথা। তার গ্রন্থ সংখ্যা প্রায় তিরিশটি। জীবন, সমাজ আর মানুষের মনােজাগতিক নানা বিষয় ফুটে ওঠেছে তার লেখনীতে। সহজ সরল ভাষা ও ভঙ্গিমায় লেখেন যা সহজেই পাঠককে নাড়া দেয়। সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলােকে অনুপঙ্খভাবে তুলে আনেন তার লেখায়। প্রকৃতি, গ্রাম আর নাগরিক জীবন তার লেখার প্রধান উপজীব্য। পাঠক নন্দিত এই লেখক বর্তমানে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং টরন্টো থেকে প্রকাশিত ভােরের আলাে পত্রিকার নির্বাহী সম্পাদক।