নবীজীর (স) পবিত্র বাণীর শাব্দিক অনুবাদ নয়,
তাঁর কিছু বাণীর বাংলা মর্মান্তর। সহজ, সাবলীল এই
মর্মান্তর আপনার অন্তরে সৃষ্টি করবে এক অভাবিত অনুরণন।
ক্ষণে ক্ষণেই আপনি শিহরিত হবেন আপনার জীবনে
এ বাণীর প্রাসঙ্গিকতায়। মনে হবেÑযেন আপনাকেই
কথাগুলো বলছেন তিনি। পড়া শুরু করুন
যে-কোনও পাতা থেকে। ডুবে যান বাক্যের গভীরে।
আপনি পাবেন পথের দিশা।
জীবন বাঁক বদলাবে।
আপনার উত্তরণ ঘটবে উচ্চতর মানবে।
মহাজাতক
শহীদ আল বােখারী মহাজাতক বাংলাদেশে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার পথিকৃৎ। জাগতিক ও মানবিক সমস্যা সমাধানের জন্যে জীবনযাপনের বিজ্ঞান কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক। ১৯৯৩ সাল থেকে বিরতিহীনভাবে দেশের সর্বত্র এখন পর্যন্ত (মার্চ, ২০১৫) অনুষ্ঠিত এ কোর্সের ৩৮৫ টি ব্যাচে তিনি একাই প্রশিক্ষণ প্রদান করেছেন। বিশ্বের মেডিটেশন চর্চার ইতিহাসে যা এক অনন্য দৃষ্টান্ত। দুই যুগ ধরে বাংলাভাষায় সর্বাধিক পঠিত গ্রন্থ কোয়ান্টাম মেথড ছাড়াও তার রচিত আত্মনির্মাণ, চেতনা অতিচেতনা নিরাময় ও প্রশান্তি, জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন ও এর ইংরেজি সংস্করণ '1001 Autosuggestions to change your life', আলােকিত জীবনের হাজার সূত্র কোয়ান্টাম কণিকা এবং সর্বশেষ আল কোরআন বাংলা মর্মবাণী পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।