ছোটদের স্বপ্ন কারিগর আবুল হোসেন আজাদ। ছড়া দিয়ে সাহিত্যাঙ্গনে পথচলা শুরু হলেও গল্প, প্রবন্ধ, ফিচার লেখায় সমান পারদর্শীতা দেখিয়েছেন। ‘হাবু মামার মৎস্য শিকার’ ছোটদের উপযোগী সাবলিল একটি গল্পের বই। এই বইয়ে এমন কিছু গল্প আছে যেগুলো পড়লে ছোটরা মনে মনে কল্পনা করবে নিজেকে নিয়ে। বইটি পড়লে অনেক কিছু সে নিজেই শিখতে পারবে। ভালো বন্ধু খুঁজে নিতে পারবে। নিজেকে নিজে সাহায্য করতে পারবে। শিশুরাই একদিন ভবিষ্যতের দেশ ও পৃথিবীকে নেতৃত্ব দিবে। শিশুরা যদি ভালো নাগরিক হয় তাহলে সুন্দর দেশ হবে। সুন্দর পৃথিবী গড়ার স্বপ্ন নিয়েই বইটি ছোটদের হাতে তুলে দেওয়া হলো।