ফ্ল্যাপের কিছু কথাঃ মানবের জীবন প্রবাহে নীতি বোধর প্রতিনিধিত্ব করে বিবেক। ঠিক একই ভাবে একটি জাতির জীবনযাত্রায় মহাত্নাগণ বিবেকের অনুরূপ দায়িত্ব পালন করেন। সেমিটিক জাতির মানুষেরা এসব অবতার এবং গ্রিকরা বলেছেন দার্শনিক। সঙ্গোলীয় গোষ্ঠীর মানুষেরা তাদের গ্রহণ করেছেন মহান শিক্ষক হিসেবে। প্রাচীন গ্রিক দার্শনিকদের মধ্যে যিনি জগৎব্যাপী খ্যাতি অর্জন করে ভাববাদের জনক হিসেবে আসন দখল করে আছেন সেই প্লেটো। সক্রেটিসকে অভিহিত করেছেন শুরু হিসেবে। আধুনিক পাশ্চাত্য সভ্যতায় গ্রিক দর্শন ও জীবন বোধ মূল ভূমিকা পালন করে আসছে। গ্রিক দর্শন ও মুসলিম সভ্যতাকে প্রভাবিত করেছে। মুসলিম সভ্যতা আধুনিক পাশ্চাত্য সভ্যতার পুষ্টিসাধন করেছে। তাই গ্রিক,ইউরোপীয় ও মুসলমানদের নিকট সক্রেটিস আদর্শ দার্শনিকের আসনে উপবিষ্ট। সক্রেটিস গ্রিকদের কী শিখিয়েছিলেন, তার জীবনবোধ কেমন ছিল, মানুষের জীবনের উদ্দেশ্য ও মূল্য সম্পর্কে সক্রেটিসের ভাবনা এ গ্রন্থেটিতে আলোচিত হয়েছে। মানুষের নিকট সবচেয়ে ভীতিকর বিষয় হল মৃত্যুভীতি। সক্রেটিস মৃত্যুভীতিকে ভয়ের বিষয় না দেখে তিনি জীবনের জন্য অপরিহার্য মনে করতেন । ঈশ্বর সম্পর্কে তা দিব্যজ্ঞান ছিল। তিনি মনে করতেন যে ভালো সম্পর্কে জানে সে মন্দ কিছু করতে পারে না। তিনি সততা ও জ্ঞানকে পূন্য মনে করতেন।আত্না অমর এবং সৎকর্ম আত্নাকে অমরত্ব দান করে- এই বিশ্বাস সক্রেটিস পোষণ করতেন। তাই সক্রেটিসকে জানা দরকার।
সূচিপত্র * অধ্যায়-১: গ্রিসের ভৌগলিক পরিচিতি * অধ্যায়-২: প্রাচীন গ্রিসের রাজনীতি * অধ্যায়-৩: এথেনীয় ধর্ম ২৭ * অধ্যায়-৪: প্রাচীন গ্রিকদের ধর্মীয় পুরা * ণ অধ্যায়-৫: প্রাচীন এথেন্সের সমাজ * অধ্যায়-৬: প্রাচীন গ্রিসের যৌণতা * অধ্যায়-৭: সক্রেটিসের জীবন * অধ্যায়-৮: সক্রেটিসের আধ্যাত্নিক জীবন * অধ্যায়-৯: সক্রেটিসের শিক্ষাপদ্ধতি * অধ্যায়-১০: শিক্ষাগুরু সক্রেটিস * অধ্যায়-১১: সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ * অধ্যায়-১২: সক্রেটিসের বিরুদ্ধে বিচার * অধ্যায়-১৩: সক্রেটিসের শিক্ষার মূল্যায়ন * অধ্যায়-১৪: ধর্মগুরু হিসেবে সক্রেটিসের মূল্যায়ন * পরিশিষ্ট: সক্রেটিসের জীবনের কালপঞ্জি * গ্রন্থপঞ্জি