ফ্ল্যাপের কিছু কথাঃ বাবা মায়ের মৃত্যুর পর অনাথ হয়ে পড়ল দশ বছরের ছোট্র মেয়ে মেরী। তার চাচা মি. ক্রেভন তাকে নিয়ে এলেন নিজের বিশাল প্রাসাদে। এই প্রাসাদে সবই আছে, তবু কী যেন নেই! প্রাসাদের সব রহস্যের কিনারা করতে চায় মেরী। কেন সবাই দশ বছর আগের এক ঘটনা চেপে রাখতে চাইছে? নিঝুম রাতে কে-ই বা গুমরে কাঁদে? হঠাৎ করেই মেরী খোজ পেয়ে গেল দরজা বন্ধ করে রাখা এক বাগানের। এবার তাকে জানতেই হবে কী আছে ওই গুপ্ত উদ্যানে!