গুনিন ও বেলেহাঁস - বৃত্তের পরিধির ধারের লোকজনের গল্প নিয়ে একটি সংকলন। 'লাইফ-সার্টিফিকেট' গল্পের দোর্দণ্ডপ্রতাপ অফিসার, অবসরের পর, কাঁচুমাচু হয়ে বসে পড়েন ব্যাঙ্কের ছোকরা কেরানির আসনের সামনের বেঞ্চে। সারা রাজ্য চষে বেড়ানো ইনস্পেক্টর ব্যাঙ্কের সিঁড়ি ধরে প্রতিস্থাপনযোগ্য হাঁটু হেঁচড়ে ওঠেন নভেম্বরের দোরগোড়ায়। এইভাবেও পাতার মধ্যিখানের শিরোনাম থেকে মার্জিনে, ফুটনোটে সরে আসে মানুষ। এই পরিধির ধারে হটকে হয়ে যাওয়া কতরকম, - তার নিদর্শন সংসারের অশান্তিতে ঘর ছাড়া অংক স্যার থেকে শুরু করে সেই মেয়েটি যে বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার গাড়িতে উঠে পোষা বেড়ালের জন্য বাড়ি ফিরে আসে, সকলের মধ্যেই ছড়িয়ে থাকে। কিম্বা, শেয়ালমারা বেদে সম্প্রদায়ের দম্পতি, যারা গর্ভিণী শেয়ালের মরদটাকে মেরে মা-শেয়ালের অপেক্ষায় ঝোপের ধারে বসে অথবা গ্রামের একঘরে হয়ে পড়া ছেলেটি, যাকে সবাই গুনিন ভেবে ভয় পায়- এদের সবার মুখে সেই মার্জিনের খুলিছাপ। সেই ছাপ আমার আপনার গালেও তো বসেছিল লকডাউনের দিনগুলোয়। গুনিন ও বেলেহাঁস এইসব একাকিত্বের আখ্যান সংগ্রহ।
প্রতিভা সরকার
Overall Ratings (0)