আমরা সবাই কমবেশি গুনাহগার। মাঝেমাঝে খুব হতাশ লাগে এই বুঝি আমি শেষ! আমার আর নাজাত পাওয়ার পথ নেই! অথচ রব্বুল কারীম হচ্ছেন মহান ক্ষমাশীল। আমরা পাপ করতে করতে ক্লান্ত হতে পারি কিন্তু তিনি মাফ করতেই অধিক ভালোবাসেন। এজন্য বাহানা খুঁজেন কী করে নিজ বান্দাকে ক্ষমা করবেন! এই বইতে লেখক গুনাহ মাফের আমল বিষয়ক ১২৬ টি নির্ভরযোগ্য হাদীসকে একত্রিত করেন। পুরো বইতে শুধুমাত্র নবীজি মুহাম্মাদ স. এর মুখনিঃসৃত গুনাহ মাফের বিভিন্ন আমলের পথ বাতলানো হয়েছে। কিছু ইলম(জ্ঞান) থাকে যা না জানলেই নয়।আল্লাহর ক্ষমালাভ করে পরকালে নাজাত পাওয়ার উপায়ের ইলমের চেয়ে গুরুত্বপূর্ণ ইলম আর কী হতে পারে!