গোলাপের গতরে প্রেমিকার নাম লিখতে চান কবি আমির হোসেন। আরও অনেক কিছুই করতে চান তিনি। পৃথিবীময় যুদ্ধপিপাসার কালে তিনি কবিতার জন্য তৃষ্ণার্ত এখনও; এটা কম কথা নয় তো! তার কবিতার সরল উচ্চরণ স্পর্শ করে কিছু কিছু আবার অনেক যায়গায় মনে হয় আবেগের আরো দরকার ছিল সংহতি। তবে উপলব্ধির সচ্ছতায় আমির হোসেন তার কবিতার সঙ্গে পাঠকের ঐক্য অর্জন করে নিতে পারেন। আগেও তার বই বেরিয়েছে। এখন তিনি কবিতার নতুন রাস্তা খুঁজছেন। মাঝেমধ্যে বিপ্লবী জোশ,মাঝেমধ্যে দিল কা শায়েরি আবার কখনও শ্ল্যাং কথাবার্তার মধ্য দিয়ে একটা ককটেল কবিতাজগত তৈরীর চেষ্টায় আছেন তিনি...।