হেজিমনি বা আধিপত্যের ধারণা সম্পর্কে আলোচনার সঙ্গে গ্রামসি বুদ্ধিজীবিতা, রাজনৈতিক দল এবং সমাজ রূপান্তরের কলাকৌশল নিয়ে তাঁর প্রিজন নোটবুকস-এ যা লিখেছেন, তারই নির্যাস তুলে ধরা হয়েছে এখানে। সেই সঙ্গে গ্রামসির দার্শনিক মনীষার মূল ধারণাসমূহের সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দিতে গিয়ে পটভূমি হিসেবে তাঁর জীবন এবং ইতালির সেই সময়ের রাজনীতি সম্পর্কেও আলোচনা করেছেন লেখক। পুরো আলোচনা গ্রামসির রাষ্ট্রচিন্তার একটা রূপরেখাও হাজির করে। আধুনিক কালে রাষ্ট্র ও রাজনীতির সম্পর্কটি কী রকম—তার বিস্তারিত সমাজতাত্ত্বিক বিবরণ লিপিবদ্ধ করেছিলেন গ্রামসি। আট দশক আগের রচনা হলেও সেই বিশ্লেষণ আজকের দুনিয়ায়ও ভীষণভাবে প্রাসঙ্গিক। বাংলাভাষী পাঠকদের জন্য গ্রামসির সে রাষ্ট্রচিন্তার পরিচয়ই এই বইয়ে সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করা হয়েছে।
আলতাফ পারভেজ
আলতাফ পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে প্রথম স্থান অধিকার করে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষ করেন। নবুয়ের দশকে জান্তাবিরােধী আন্দোলনে সক্রিয় ছিলেন। পরবর্তীকালে সাংবাদিক ও স্বাধীন গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে আগ্রহী দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক ইতিহাস বিষয়ে।
সর্বশেষ প্রকাশিত গ্রন্থ: শ্রীলঙ্কার তামিল ইলম: দক্ষিণ এশিয়ায় জাতি-রাষ্ট্রের সংকট (ঐতিহ্য, ২০১৬) মুজিব বাহিনী থেকে গণবাহিনী (ঐতিহ্য, ২০১৪)
প্রকাশিতব্য গ্রন্থ: যােগেন মণ্ডল ও দক্ষিণ এশিয়ায় বহুজনবাদী রাজনীতির এক পরাজিত অধ্যায়।