গ্রামের লোকেরা যা বলে' কাব্যগ্রন্থটি আদতে কবি আলতাফ শাহনেওয়াজের জীবনের গল্প। এই গ্রন্থের কবিতাগুলোতে নিজের ফেলে আসা দিনগুলোকে তিনি লিখেছেন সস্মৃতির সুতোয়, কাব্যিক বুননে। বস্তুত কবির না-বলা সব কান্না আর হাহাকার লেখা কবিতার আদলে লেখা আছে এখানে। তাঁর ভাষ্যে, 'জীবন নিঙড়ানো এই মেট্রোসিটি আমার থেকে নিয়েছেই কেবল। বিনিময়ে দিয়েছে কিছু বেদনার মুহূর্ত। লেনদেনের এক অদ্ভূত ঘোরটোপে আটকে তবুও জীবন কাটাচ্ছি প্রতিদিন এই ইট-কাঠের ব্যস্ত নগরে। আর কোনোদিন হয়তো মফস্বলের মোড়কে জড়ানো সেই আমার গ্রাম হামদহে বা জাহাঙ্গীরনগর নামক সেই গ্রামে ফেরা হবে না। সেই সব, সেই সব কিছু মিলেই 'গ্রামের লোকেরা যা বলে'