সঠিক অর্থ ও ইসলামিক আধ্যাত্মিকতার অভিজ্ঞতাকে মন্থন করে ব্যক্তির সচেতনতা, অস্তিত্ব ও সৃষ্টির মধ্যে তার অবস্থানের উপর ভিত্তি করে, মালিক বাদরি প্রকাশ করেছেন বর্তমানে প্রচলিত বিভিন্ন মনস্তত্ত্বের সীমাবদ্ধতা ও স্ববিরোধিতাসমূহ যা মানুষকে শেখায় আত্মার অস্তিত্বকে অস্বীকার করে তাকে বাহ্যিক উত্তেজনার যন্ত্র হিসেবে দেখা। তিনি এই বইয়ে তার ধারালো যুক্তি ও সর্বাধুনিক মনোবিজ্ঞানের জ্ঞানকে সাথে নিয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে সেই প্রবণতাকে বাতিল করে দিয়েছেন।
সমৃদ্ধ ইসলামিক ঐতিহ্যের জ্ঞানের সাথে সমসাময়িক জ্ঞানের সমন্বয় করে, লেখক চমৎকার মানবিক মনস্তত্ত্বকে বোঝার দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হয়ে ধ্যান ও গভীর চিন্তাকে ইবাদাতের কেন্দ্রীয় রূপ হিসেবে তুলে ধরেছেন।
এই বইটি যে কারও নিকট নিবেদিত যে আধুনিক সমাজে জরুরি অনুভূতির সংবেদনশীলতায় আগ্রহী এবং সেই সাথে যার কৌতূহল আছে অবহেলায় পড়ে থাকা ভুলুণ্ঠিত জীবনের আধ্যাত্মিক বৈশিষ্ট্য উপলব্ধি করার।