যে স্বতঃস্ফূর্ততায় তাঁর ছড়া সৃষ্টি হয় তাঁকে স্বয়ংক্রিয় বললে ভুল বলা যাবে না । হাসিতে-ব্যঙ্গে তিনি এমনই তুখোড়-ক্ষিপ্র যে টের পাওয়ার আগেই তা চেতনাকে বিদ্ধ করে। একজন সার্বক্ষণিক ছড়াকার রিটনের ছড়াচিন্তা, ছড়াভাবনা এবং ছড়ারচনা প্রক্রিয়াও সার্বক্ষণিক । বর্তমান বইটিও বাংলা ছড়ার সাম্প্রতিক অগ্রগতির একটি উৎকৃষ্ট নমুনা ।