"গথ" বইটিতে লেখা শেষের কথা: স্কুলের সবচেয়ে অদ্ভুত মেয়েটির নাম- মােরিনাে। অদ্ভুত বলা হবেনা কেন? নৃশংস খুনের ঘটনার প্রতি ওর বিশেষ আগ্রহ রয়েছে। আর ছােট শহরটাও যেন চুম্বক দিয়ে সব সিরিয়াল কিলারদের টেনে আনছে... এক ক্লাসমেটকে সাথে নিয়ে অস্বাভাবিক খুন গুলাের তদন্তে নামল মােরিনাে। তদন্তের প্রয়ােজনে নিজেদেরকেও শিকার হিসেবে তুলে ধরতে আপত্তি নেই ওদের।
কিন্তু প্রশ্ন হল, তারা আসলে খুনিদের থামাতে চায়?
...নাকি চায় শুধু তাদের মন বুঝতে!!