ফ্ল্যাপের কিছু কথাঃ গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা সর্বোপরি নারী ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে এই বইটি লেখা।গর্ভধারণ ও সন্তান জন্ম দেয়ার কিন্তু রোগ নয়।এটা জৈবিক নিয়মের অধীন। নারী জীবনের সার্থকতা ও পূর্ণতা আসে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে।এই সন্তানকে কেন্দ্র করেই আসে দাম্পত্য জীবনের সুখ শান্তি, পরিতৃপ্তি ও সার্থকতা।পৃথিবীর প্রত্যেক মা-ই একান্তভাব কামনা করেন যে গর্ভাবস্থায় সম্পূর্ণ সুস্থ থেকে একটি সুন্দর, সুস্থ ও স্বাস্থ্যবান শিশুর জন্ম দেবেন।আর সেদিন থেকেই শুরু হয় মাতৃত্বের দায়িত্ব ও কর্তব্য।যখন কোনো মা গর্ভকালে সুস্থ থাকে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে থাকে, প্রসবকালে তিনি সবরকম বিপদ কাটিয়ে উঠতে বা এড়িয়ে যেতে পারেন, এমনকি প্রসবের পরও মা শিশুর স্থাস্থ্য ভালো থাকে-সেসব পরামর্শই এই বইটিতে গুরুত্ব পেয়েছে।আশা করি, প্রত্যেকটি পরবারের গর্ভবতী মা ও শিশুরু স্বাস্থ্য সুরক্ষায় বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।