নদী বিধৌত এই গাঙ্গেয়-বদ্বীপে প্রাচীনকাল থেকেই চাষাবাদ এবং পশু পালন গ্রামীণ জীবনের প্রধান পেশা। আধুনিকায়ন এবং বৈশি^ক নগরায়ণের প্রভাবে কৃষি এবং পশু পালনে আসছে নানামুখী যন্ত্রপাতি এবং প্রযুক্তির ব্যবহার। বাড়ছে উৎপাদনশীলতা, গরুর ক্ষেত্রে আসছে উচ্চ হারে দুধ ও মাংস উৎপাদনকারী জাতের লালন-পালন। উচ্চ উৎপাদনশীল গাভীর জাত স্বাভাবিকভাবে পরিবেশ এবং রোগব্যাধির প্রতি অনেক সংবেদনশীল হয়। ফলে বাচ্চা বয়সে বাছুরের মৃত্যুহার অনেক বেশি হয় এবং ক্ষেত্র বিশেষে বাচ্চার দৈহিক ওজন তেমনভাবে বাড়ে না। ডা. নন্দ দুলাল টীকাদারের গরু-বাছুরের রোগব্যাধি বইটি উন্নত জাতের গাভী এবং বাছুর পালনে খামারিদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। ডা. নন্দ দুলাল টীকাদার একাধারে কবি, গীতিকার, সুরকার ও শিল্পী-এসব তাঁর নেশা। তিনি পেশায় ভেটেরিনারিয়ান। একজন চিকিৎসক হিসেবে তিনি অত্যন্ত সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করছেন। সুদীর্ঘ তেইশ বছরের পেশাগত অভিজ্ঞতা থেকে খামারিদের জন্য লিখেছেন গরু-বাছুরের রোগ-ব্যাধি। বইটি সহজ-সরল-সাবলীল ভাষায় রচিত, যা সাধারণ কৃষক বা খামারির জন্য সুখবোধ্য।