জাকির তালুকদার বাংলাদেশের দায়িত্বশীল কথাসাহিত্যের একটি বিশিষ্ট নাম। গল্প এবং উপন্যাস কাজের প্রধান ক্ষেত্র হলেও গবেষণা, অনুবাদ এবং প্রবন্ধসাহিত্যেও উল্লেখযোগ্য রচনা রয়েছে তাঁর । আধুনিক গল্পবিশ্বের নিরীক্ষা মিলিয়ে নির্মাণ করেছেন তাঁর নিজস্ব ধারার কথাসাহিত্য। তাঁর গল্প - উপন্যাস পাঠ্য তাই এক স্বতন্ত্র সাহিত্য অভিজ্ঞতা। বেশ ক'বছর পর বেরুলো তাঁর গল্পের বই ।
জাকির তালুকদার
জন্ম ২০ জানয়িারি ১৯৬৫ নাটোরে। চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রী স্বাস্থ্য অর্থনীতিতে। সমকালীন মুলধারার বাংলা কথাসাহিত্যে তাঁর অপরিহার্যতা ইতোমধ্যেই প্রতিষ্ঠিত। অনবরত বাঁকবদল তাঁর সাহিত্যিকতার প্রধান বৈশিষ্ট। বিষয় ও আঙ্গিকে, মাধ্যম ও প্রকরণে তাঁর স্বাতন্ত্র্যচিহ্নিত অবস্থান সকল মহলেই স্বীকৃত। কথাসাহিত্য এবং চিন্তামূলক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে বিচরণকারী জাকির তালুকদার ২৫ গ্রন্থের জনক। বাংলাসাহিত্যের স্বদেশ প্রত্যাবর্তন তাঁর দ্বিতীয় প্রবন্ধগ্রন্থ।