'গরমশিরের অশ্বারোহী' মূলত সাসপেন্সে ঠাসা এক হিস্টোরিকাল বায়োগ্রাফিক থ্রিলার। কিশোর মনের অদম্য স্পিরিটকে জাগিয়ে তুলতে তাদেরই রংয়ে, তাদেরই ঢংয়ে লেখক এই ছোট্ট উপন্যাসটি রচনা করেছেন। যার কেন্দ্রীয় চরিত্র আবর্তিত হয়েছে ইতিহাসের এক গৌরবোজ্জ্বল মহানায়ককে ঘিরে। যিনি ‘বখতিয়ার খিলজি’। প্রতিটা অনুচ্ছেদে ছোট ছোট চালের বাক্যে ছন্দের মত করে লেখক বখতিয়ারের দুর্দমনীয় জীবনের কিংবদন্তিগাঁথাকে, ভীষণ যত্ন করে, ইতিহাসের বাঁক-মোড় ছুঁইয়ে ছুঁইয়ে একইসাথে বর্ণনা করে গেছেন। যাতে করে উঠতি কিশোর মন এই ভারতীয় আধিপত্যবাদ দিয়ে ছেয়ে যাওয়া সাংস্কৃতিক বিকলাঙ্গতা থেকে মুক্ত হয়ে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও মহানায়কদের জীবন এবং শেকড় অনুসন্ধানে তৎপর হয়ে ওঠে। সাথে সাথে বখতিয়ারের জীবনের পাঠ নিয়ে, অদম্য সাহস ও দিগবিজয়ী স্বপ্নবুননের পথের পথিক যেন তারা হতে পারে।