গর্জিয়াস (ইংরেজিতে গর্জিয়াস; গ্রিকে গর্গিয়াস)। এই সংলাপটিতে আমরা সক্রেটিসকে বাগ্মিতার ব্যবহার নিয়ে জ্যেষ্ঠ ও বয়স্ক সফিস্ট গর্জিয়াসের সঙ্গে আলোচনায় নিরত হতে দেখি। বাগ্মিতার আলোচনা দিয়ে সূত্রপাত ঘটলেও এই সংলাপটিতে দুই বিশ্বদৃষ্টির সন্ধান মেলে। একদিকে থাকে গর্জিয়াস, তাঁর শিষ্য পোলাস ও কালিক্লিজের জীবনদৃষ্টির উত্থাপন, যেখানে দাবি করা হয় সর্বোত্তম জিনিস হলো ক্ষমতা; তার অধিকারিত্বই জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্য হওয়া উচিত। কালিক্লিজ দাবি করেন যে, সেই ব্যক্তিই সুখী যে তার আবেগ ও বাসনাকে বাড়তে দেয়, তাদের পরিতৃপ্ত করার জন্য ক্ষমতা আহরণ করে। অপরপক্ষে সক্রেটিস যা কামনা করেন তা ক্ষমতার জীবন নয়, বা নিরাপদ জীবন নয়; তা হলো উত্তম জীবন।