বিরোধী জোটের বর্জন আর সহিংস অবরোধের মধ্য দিয়েই সরকারি জোট আগামী ৫ জানুয়ারি নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী নির্বাচনের শেষাঙ্ক মঞ্চস্থ করতে চলেছে। মোট ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ১২টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই জোটের মধ্যে শাসক দল আওয়ামী লীগ ছাড়া আছে আরেকটি বৃহত্তর দল জাতীয় পার্টি। কিন্তু দলটির মহাডিগবাজি আর বিভাজনের কারণে ক্ষমতাসীন মহলে বড় ধরনের ধাক্কা লেগেছে।
জাতীয় পার্টিকে নির্বাচনের প্রক্রিয়ায় রাখতে যে সব কাণ্ড করেছে তা দেশবাসী প্রত্যক্ষ করছে, তাও দেশের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হয়ে থাকবে। লক্ষণীয় বিষয় হলো, জাতীয় পার্টি ছাড়া সরকারের সঙ্গে যে দলগুলো রয়েছে, তাদের মধ্যে কেউ এককভাবে ৫০ থেকে ১০০ জন প্রার্থী দিতে পারেনি। উপরন্তু সবাই নিজের দলের মার্কা বিসর্জন দিয়ে নৌকা নিয়ে নির্বাচনের মাঠে নেমেছে। তবে সিংহভাগকেই ভোটারদের কষ্ট দিতে হয়নি। একতরফা জয়যুক্ত হয়েছেন।