আমিনুর রহমান সুলতানের জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৬৪, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের খৈরাটি গ্রামে। তিনি বাংলা একাডেমির উপপরিচালক হিসেবে কর্মরত। তাঁর প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে "সিজন ও মাহির প্রভাত ফেরি", "সকালবেলার পাখি", "ছোটদের বঙ্গবন্ধু", "সোমেন চন্দের ছেলেবেলা", "বাড়ির নাম ৩২ নম্বর", এবং "ভাষা আন্দোলনের কিশোর ইতিহাস"। কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে "জলের সিঁড়িতে পা", "পানসি যাবে না সাঁতার যাবে", "সাধুর কর", এবং "লোকগল্পের কবিতা"। তাঁর গবেষণা ও প্রবন্ধগ্রন্থে অন্তর্ভুক্ত "বাংলাদেশের কবিতা ও উপন্যাস: মুক্তিযুদ্ধের চেতনা" এবং "শালিহর গণহত্যা"। তিনি ময়মনসিংহ প্রেসক্লাব সাহিত্য পুরস্কার (২০১২), হাসান হাফিজুর রহমান সাময়িকী পুরস্কার (২০১১), এবং কবিতা সংক্রান্তি সম্মাননা (২০০৭) সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।
Title :
গণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিক প্রক্রিয়া ও বিরোধী দলের পদত্যাগ