গণিতের রঙ্গে হাসিখুশি গণিত
কেমন অদ্ভুত ছিল গণিতবিদদের জীবন? আসলে কে আবিষ্কার করেছিল পিথাগোরাসের উপপাদ্য? কিভাবে মাথায় এল আইডিয়াটা? তিন মেয়ের সমস্যাটা কী ছিল? মাথায় চুলের সংখ্যা কত? অনন্ত জলিল গণিত নিয়ে সিনেমা বানালে কী সংলাপ বলতেন? এমন মজার সব চিন্তা, সমস্যা আর গল্প নিয়েই ‘গণিতের রঙ্গে:হাসিখুশি গণিত’। " গণিত করতে গিয়ে অনেক কিছু আমরা শিখি, মুখস্থ করি। কিন্তু জানি কি- কেন হয়, কিভাবে হয়? বুঝি কি অন্তর থেকে? এগুলো কি Feelকরা সম্ভব? এই বইটি যতটা জ্ঞানের তার থেকে বেশি আনন্দের, চিন্তার আনন্দের! লেখক মনে করেন, গণিত পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। অনেক মানুষ এটাকে ভয় পায় কারণ মজার অংশগুলো তাদের জানানো হয় না. অসাধারন একটা বই। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯
আমরা সবাই জানি প্লাস এ প্লাস প্লাস, মাইনাস মাইনাসে হয় প্লাস, শূন্য দিয়ে ভাগ দিলে হয় অসংজ্ঞায়িত, গণিত করতে গিয়ে এমন আনেক কিছু আমরা শিখি থাকি। কিন্তু আমরা জানি কি ? কি জন্য এমন হয়। আমরা অংকের নাম শুনলেই ভয় পাই। কিন্তু অংকের যাদুকর চমক ভাই বইটিতে এত সুন্দর করে অংক শেখার কলাকৌশল শিখিয়েছেন তা এক অনবদ্য। এই বইটি যতটা জ্ঞানের তার থেকে বেশি আনন্দের, গণিত পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। অসাধারণ একটা বই না পড়লে বুঝবেন না। গনিতের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ে।