গণিতের মঞ্চে
নাহ, একা একা অঙ্ক করতে আর ভালো লাগছে না, বন্ধু দরকার... একটা গণিত ক্লাব খুলে ফেললে কেমন হয়? বাংলাদেশে গণিত উৎসবে অংশগ্রহণকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু জাতীয় ক্যাম্পগুলোতে মাত্র ৫০-৬০ জনে অংশগ্রহণ করার সুযোগ পায়। যারা ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না, তাদের কাছে গণিতের আনন্দ পৌঁছে দেয়ার জন্য কী করা যায়? সকলের কাছে গণিতের আনন্দ পৌঁছাতে এবং সবাইকে ক্যাম্পের স্বাদ দেয়ার ভাবনা থেকেই সকল গণিত ক্লাবের সুচনা। কিন্তু আমাদের দেশে গণিত ক্লাবের সংখ্যা কম। স্পষ্ট করে বললে মোটামুটি নিয়মিত চলে এমন ক্লাবের সংখ্যা খুবই কম। আবার যেসব ক্লাব আছে তাদের অনেকেই প্রায়ই ক্লাব চালানোর সম্পর্কে আমাদের বিভিন্ন প্রশ্ন করে। দেশের গণিত ক্লাব গুলোর কথা চিন্তা করেই "গণিতের মঞ্চে" বইটি লেখা। এই বইয়ে আমরা কীভাবে একটি গণিত ক্লাব খোলা যায় এবং গণিত ক্লাবের পরিচালনার জন্য সব রকমের পরামর্শ দিয়েছি। গণিত ক্লাব আসলে গণিত ক্যাম্পেরই একটি ক্ষুদ্র সংস্করণ। তাই গণিত ক্যাম্পে যেসব বিষয় শেখানো হয়, যা গণিত ক্যাম্পের ওয়ার্কশপে দেখানো যেতে পারে, এমন ছয়টি বিষয় অনেক ছবি ও উদাহরণ সহ উপস্থাপন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ে গণিতের ফাঁকে আমরা ট্রেনারদের জন্য পরামর্শ, অন্যভাবে আগানোর উপায় ইত্যাদি রেখে দিয়েছি। আমরা যখন প্রথম পড়ানো শুরু করেছিলাম তখন যা পরামর্শ পেলে খুশি হতাম, তা-ই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তার মানে কী শুধু ট্রেনারদের জন্য এই বই? মোটেও না। যেকোনো গণিত বই তোমরা যে কারণে কিনে থাকো এটাও সে কারণেই কেনা যাবে। গণিত যে কেবল বৃত্ত-ত্রিভুজ-রেখা কিংবা সমীকরণ সমাধান করা নয়, তা দেখানোই ছিল আমাদের উদ্দেশ্য। গণিতের ছোট ছোট বিষয়ের মাঝে যতটা সৌন্দর্য লুকিয়ে থাকে, তার সামান্য কিছু তুলে ধরাই এ বইটির প্রয়াস। তাই যদি তোমাদের গণিত ক্লাবের ক্লাসের জন্য আইডিয়ার দরকার হয়, কিংবা কেবল কিছু নতুন, মজার বিষয় সম্পর্কে জানতে আগ্রহ হয়, তবে সংগ্রহ করতে পার "গণিতের মঞ্চে"।