গণিত নিয়ে ভাবতে যারা মজা পাও, গণিতের কোনো নতুন সমস্যা হাতে পেলে ভাবতে ভাবতে সারাদিন কাটিয়ে দাও, তাদের জন্য এই বইটিতে আছে প্রচুর গাণিতিক সমস্যার সংগ্রহ। সাথে আছে কিছু বিষয়ভিত্তিক প্রাথমিক ধারণা এবং সেইসব ধারণা প্রয়োগ করার মত কিছু উদাহরণ যা তোমাদের গণিতের সমস্যা সমাধানের পথ সহজ করবে বলে আশা করি। এই বইতে একসাথে তুমি অনেক গুলো সমস্যা পেয়ে যাবে যেখানো সমস্যাগুলো বিভিন্ন সাবটপিকে ভাগ করা আছে। এছাড়া সমস্যার সমাধান আর এসব সমস্যা সমাধান ইঙ্গিত রয়েছে বইতে। হতে পারে তুমি চাচ্ছো শুধু বিভাজ্যতা সংক্রান্ত সমস্যা নিয়ে ভাবতে তাহলে এতো সমস্যার ভিড়ে কিভাবে বুঝবে কোন সমস্যাটি বিভাজ্যতা সংক্রান্ত? এক কথায় গণিত নিয়ে, গণিত অলিম্পিয়াড নিয়ে ধারণা পাওয়ার জন্য, এবং এইসব ক্ষেত্রে তোমার জ্ঞান যাচাই করে দেখার জন্য এটি তোমার জন্য একটি সহায়ক নোটবুক হিসেবে কাজ করতে পারে। গণিত ভীতি দূর হয়ে আজকে থেকে গণিত তোমার কাছে অত্যন্ত মজার বিষয় হয়ে উঠুক সেই প্রত্যাশাই রইলো।
আশরাফুল আল শাকুর
শাহরিয়ার ইমন
শাহরিয়ার ইমন। জন্ম কুমিল্লায় হলেও বাবার চাকরিসূত্রে শৈশব কৈশোর কেটেছে দেশের বিভিন্ন প্রান্তে। কখনো ব্রাহ্মণবাড়িয়া ,কখনো শ্রীমঙ্গল কিংবা কখনো সিলেটে! অনেকটা "দিপু নাম্বার টু'য়ের" দিপুর মতো এডভেঞ্চারাস আরকি! দেখা যেত বছরের শুরুতে ক্লাসে রোল নাম্বার ৩১ থাকলেও পরের ক্লাসে সেটা হয়ে যাচ্ছে ৪৭ ! ৪৮ না কারণ অন্য স্কুলে লেখকের পরেও দেরিতে এসে আরেকজন ভর্তি হয়েছে! স্কুলে কলেজ পেরিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স থেকে। যুক্ত আছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার হিসেবে। স্বপ্ন দেখেন এমন একটি বাংলাদেশে গড়ার যেখানে প্রশ্ন করার জন্য কাউকে নিরুৎসাহিত করা হবে না। কল্পনা করতে নিষেধ করা হবে না। বাঁধা দেয়া হবে না নিজেদের ছাড়িয়ে প্রতিনিয়ত বড় কোনো লক্ষ্যে পৌঁছানোয় । ভালোবাসেন গল্প শুনতে ,বলতে , বই পড়তে ,মুভি দেখতে ,ছবি তুলতে! জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ- আগ্রহের বিষয়ের কমতি নেই কোনো! সুযোগ পেলেই কাঁধে ব্যাকপ্যাক ,হাতে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন পাহাড়ের ডাক শুনতে !
শেগুফা রব
শেগুফা রব।জন্ম ও বেড়ে ওঠা বগুড়া শহরের প্রাণকেন্দ্রে। ২০১৪ সালে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ২০১৬ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরবর্তী শিক্ষাজীবন শুরু হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে স্নাতক শেষে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি গণিত অলিম্পিয়াডের একাডেমিক টিম মেম্বার হিসেবে যাত্রা শুরু করেন ২০২২ সালে। স্কুল কলেজে গণিত উৎসবে নিয়মিত অংশগ্রহণ ছিল। গণিতের প্রতি ভালো লাগা তৈরী হওয়ার অন্যতম খোরাক ছিল গণিত উৎসব। এছাড়াও ফিজিক্স অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয় ভিত্তিক জাতীয় আন্ডারগ্র্যাজুয়েট গণিত অলিম্পিয়াড, এবং বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে নিয়মিত অংশগ্রহণ করেছেন। গল্প করতে এবং গল্প পড়তে ভালোবাসেন।
সোয়েব পারভেজ জীম
Title :
গণিত অলিম্পিয়াডের হাতেখড়ি (সেকেন্ডারি ক্যাটাগরি) (পেপারব্যাক)