শিশুদের মেধা ও মননের বিকাশে গণিতে চর্চার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তরে গণিতের সাধারণ জিনিসগুলি শিখানো হয় যা পরবর্তীতে শিক্ষার্থীকে গণিতের নানারকম বাস্তবিক প্রয়োগে উদ্বুদ্ধ করে তোলে। গণিতের প্রায়োগিক দিকগুলি শিখতে ও বুঝতে প্রাথমিক পর্যায় থেকেই একজন শিক্ষার্থী কে গণিত চর্চায় আগ্রহী করে তুলতে এই বইটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই বইটিতে গণিতের কিছু প্রাথমিক ধারণা ছাড়াও আছে অলিম্পিয়াডের অনেকগুলো গাণিতিক সমস্যা। তোমার সুবিধার জন্য সমস্যাগুলোকে এই বইতে বিভিন্ন টপিক এবং সাবটপিকে ভাগ করে দেয়া হয়েছে। এছাড়া সমস্যার সমাধান আর এসব সমস্যা সমাধান ইঙ্গিত রয়েছে বইতে। এই সকল সমস্যাগুলো সমাধান করার স্পৃহা তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। গণিত অনুশীলনে তোমার সুষ্ঠু চিন্তার প্রতিফলন এবং মননের বিকাশ হোক। গণিত চর্চা সহজ হোক,এটাই আমাদের কাম্য। গণিত ভীতি দূর হয়ে আজকে থেকে গণিত তোমার কাছে অত্যন্ত মজার বিষয় হয়ে উঠুক সেই প্রত্যাশাই রইলো।
সুমিত সাহা
আশরাফুল আল শাকুর
আর কে বি এম রিজমী
আর, কে, বি, এম, রিজমী ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। বাবা মোঃ রেজাউল করিম পেশায় একজন শিক্ষক, যিনি সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। মা রহিমা বেগম স্নাতক সম্পন্ন করেও সন্তানদের সুশিক্ষায় গড়ে তোলায় নিজেকে নিবেদিত করেছেন। সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও বিসিআইসি কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে উচ্চশিক্ষার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এ যন্ত্রকৌশল বিভাগে অধ্যয়নরত রয়েছেন। স্কুল ও কলেজ-জীবনে একাধিকবার গণিত অলিম্পিয়াডের পুরস্কৃত হয়েছেন। বর্তমানে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সদস্য , বুয়েট ব্রেইন টিজার ক্লাব : BUET Math Club-এর অর্থ সম্পাদক এবং টিম ইন্টারপ্লানেটার এর মেকানিক্যাল টিম এর সদস্য হিসেবে কাজ করছেন।
সীমান্ত ভট্টাচার্য
Title :
গণিত অলিম্পিয়াডের হাতেখড়ি (প্রাইমারি ক্যাটাগরি) (পেপারব্যাক)