প্রাথমিক থেকেই গণিতের ধারণাগুলো ভালোভাবে আয়ত্তে আনলে একজন শিক্ষার্থী ধীরে ধীরে সমস্যা সমাধানে দক্ষ হয়ে উঠে। আর এর জন্য দরকার গণিতের বিষয় যেমন, স্থানীয়মান, গাণিতিক চার প্রক্রিয়া, ভগ্নাংশ ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। চর্চার মাধ্যমে যদি অনুশীলন করে বিষয়গুলোকে আয়ত্তে আনা যায়, তবে সমস্যা সমাধানে যে কোন শিক্ষার্থীই হয়ে উঠে পারদর্শী।এই সব বিষয় মাথায় রেখেই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য "গণিত বোঝার হাতেখড়ি" বইটি সাজানো হয়েছে।এই বইতে সংখ্যার উৎপত্তি থেকে শুরু করে জ্যামিতির ইতিহাস পর্যন্ত প্রাথমিকের শিক্ষার্থীদের যে সব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়েছে, যা তাদের পাঠ্যবইয়ের বিষয়গুলোকে সহজে বুঝতে এবং প্রয়োগ করতে সাহায্য করবে। এছাড়া গণনা ও সংখ্যা পদ্ধতির কিছু মৌলিক ধারণার সাথে শিক্ষার্থীদের নতুন করে পরিচয় করিয়ে দেয়া হয়েছে…
মাহতাব হোসেন
মুনির হাসান
মুনির হাসানের (জন্ম ২৯ জুলাই, ১৯৬৬) জন্ম চট্টগ্রামে। হাইস্কুলের পড়ালেখাও সেখানেই- সেন্ট মেরিজ, মুসলিম এডুকেশন সােসাইটি ও মুসলিম হাইস্কুল। পরে চট্টগ্রাম কলেজ হয়ে ঢাকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে।
দৈনিক সংবাদের সাপ্তাহিক বিজ্ঞান ও প্রযুক্তির ফিচার পাতায় লেখালেখির মাধ্যমে সাহচর্য পেয়েছেন বিজ্ঞান লেখক ও বিজ্ঞান কর্মী আ, মু. জহুরুল হক, আবদুল্লাহ আল-মুতী, শরফুদ্দিন কিংবা এ আর খানের। তাদের অনুপ্রেরণায় নিজেকে বিজ্ঞান জনপ্রিয়করণের কর্মী হিসেবে গড়ে তােলার চেষ্টা করেছেন। ১৯৯৫ সাল থেকে ভােরের কাগজে এবং ১৯৯৮ সাল থেকে দৈনিক প্রথম আলােয় বিজ্ঞানবিষয়ক সাপ্তাহিক ফিচার পাতার সম্পাদনা করেছেন। ২০০৩ সালে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মােহাম্মদ কায়কোবাদের সঙ্গে থেকে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গড়ে তােলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বর্তমানে তিনি কমিটির সাধারণ সম্পাদক। গণিতের পাশাপাশি বিজ্ঞান ও প্রােগ্রামিং প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। তার চাকরি খুঁজব না, চাকরি দেব’ নামের প্ল্যাটফর্মটা তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছে। গণিত আর বিজ্ঞান নিয়ে লেখার পাশাপাশি যুক্ত রয়েছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণির তথ্য ও যােগাযােগ প্রযুক্তির পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনায়। বর্তমানে দৈনিক প্রথম আলােয় যুব কর্মসূচি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। স্ত্রী সামিয়া আকতার, পুত্র ফারদীম রুবাই ও কন্যা ওয়ামিয়া বিদুষীকে নিয়ে মুনির হাসান ঢাকায় থাকেন।