গণিত নিয়ে বাংলা ভাষায় নানা ধরনের বই আছে। আছে কবিতা, গান, শিল্প-সাহিত্য নিয়েও। কিন্তু এই বইটি সর্ব অর্থে নতুন। বইটি কবিতা, গান ও বাংলা সাহিত্যের নানা দিকের সাথে মিলিয়ে প্রকাশ করেছে গণিত নিয়ে লেখকের ভাবনাগুলো। তাই বইটি যেমন গণিতের তেমনি শিল্প-সাহিত্য-দর্শনেরও। বইটি তাই অপ্রথাগত এবং বাংলাতে এরকম একটি মৌলিক বই সম্ভবত এই প্রথম প্রকাশিত হলো। গণিত নিয়ে যাদের আগ্রহ আছে কিন্তু তেমন বিশেষ কিছু জানার সুযোগ হয়ে উঠেনি বইটি তাদের গণিতের নানা দিকের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। বইটি তাই কাজে লাগবে গণিতের ছাত্র-শিক্ষকদের। আবার যারা গণিতে কখনো যোগ-বিয়োগ-গুণ-ভাগের বাইরেও যে ভাবনার বিষয় আছে বুঝতে পারেননি তাদেরও পরিচয় করিয়ে দেবে গণিতের সৃজনশীলতা-ভাবনার জায়গাটা সম্পর্কে। গণিত ভাবনার পর্বগুলোতে লেখক মিল খুঁজে পান রূপনগরের রাজকন্যার সাথে পিথাগোরাসের উপপাদ্যের, বাংলা পল্লীগীতির অভাগা বধূর সাথে অকালমৃত্যুর শিকার এভারিস্তগালোয়ার, ১০৮টা নীল পদ্মের সাথে দুর্লভ মৌলিক সংখ্যার। রূপসী বাংলার কবিতার সূত্র ধরে খুঁজে বেড়ান মানব সভ্যতার হারানো নগরীর গণিত, ক্যালকুলাস আবিষ্কারে সাথে মিলিয়ে জুতা আবিষ্কার কবিতার নতুন ব্যাখ্যা দেন, গণিতের রাজপুত্র গাউসের প্রকাশ ঘটে অতি বড় বৃদ্ধপতি হিসাবে, ওমর খৈয়াম হয়ে উঠেন দু-দিকে আগুন ধরানো মোমবাতি, বাহাসে জড়িয়ে পড়েন লালন ফকিরের সঙ্গে। এরকম আরো অনেক কিছুর প্রকাশ ঘটেছে গণিত ভাবনার পর্বে পর্বে। পাঠক, আসুন সেই ভাবনাগুলোর সঙ্গে পরিচিত হওয়া যাক।