গ্রন্থটি নিয়ে কথাসাহিত্যিক সেলিনা হোসেন লিখেছেন, সনোজ কুণ্ডুকে অভিনন্দন জানাই তার গল্পগ্রন্থ গণিকা ফেরানো দিন রচনার জন্য। লেখকের একাধিক উপন্যাস থাকলেও এটি তার প্রথম গল্পগ্রন্থ। জাতীয় দৈনিকে প্রকাশিত তার লেখা বেশকিছু গল্প পড়ার সুযোগ হয়েছে আমার। গ্রন্থের প্রতিটি গল্পেই প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন। বিশেষকরে অন্ধকারের গুণিন, একটি কুকুর কিংবা পরাধীনতার গল্প, পারুল বাইজী একজন পেশাদার খুনিসহ নকশাল আন্দোলন, দেশভাগ, মুক্তিযুদ্ধের গল্পগুলো বহুরৈখিক নির্মাণশৈলীর উদাহরণ। আশাকরি লেখকের ব্যতিক্রমী গল্প আমাদের সাহিত্য ভুবনে শিল্পশৈলীর স্বাক্ষর রাখবে। আগামীতে তার হাতে সাহিত্যের পরিসর বৃদ্ধি পাবে এমন আশা করছি।