গঙ্গার পানি বণ্টনের সমস্যা দীর্ঘদিনের। স্বাধীনতা লাভের পর উত্তরাধিকার
সূত্রে বাংলাদেশ এ সমস্যাটা পেয়েছে। বাংলাদেশে গত পঁচিশ বছরে গঙ্গার
পানি বণ্টন নিয়ে বিতর্ক হয়েছে বেশি, কিন্তু সে অনুপাতে সমাধানের
উদ্যোগ নেওয়া হয়েছে কম।
গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। এ নদীর পানির ওপর নির্ভরশীল
বাংলাদেশের মানুষ। ঠিক তেমনি এ পানির প্রয়োজন রয়েছে ভারতের
কয়েকটি রাজ্যের। এক সময় কোলকাতা বন্দর রক্ষার জন্য ফারাক্কা ব্যারাজ
নির্মাণ করে ভাগিরথীতে পানির প্রবাহ বাড়ান হয়। বিহার ও উত্তর প্রদেশে
ব্যাপক সেচকার্যের ফলে গঙ্গার পানির প্রবাহ কমতে থাকে। ফলে
বাংলাদেশ এক সময় বলতে গেলে পানি শূন্য হয়ে পড়ে। বাংলাদেশের
অর্থনীতি তথা পরিবেশের ওপর এর মারাত্মক প্রভাব পড়ে। উজানের দেশ
হিসেবে ভাটির দেশকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে ভারত
লঙ্ঘিত করে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি।
ড. তারেক শামসুর রেহমান
ড. তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান। অধ্যাপক রেহমান গত দু'দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণা করছেন। এর ফলশ্রুতিতে তিনি এসব বিষয়ে বেশ ক'টি গ্রন্থও প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রির অধিকারী ড. রেহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন এবং জার্মানী থেকে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তুলনামূলক রাজনীতি নিয়ে তার বেশ ক'টি গ্রন্থ রয়েছে। অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লেখেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হয়। তার উল্লেখযােগ্য গ্রন্থগুলাের মধ্যে রয়েছে, বিশ্ব রাজনীতির ১০০ বছর, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপআঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ রাজনীতির চার দশক, আন্তর্জাতিক রাজনীতি কোষ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, সােভিয়েত-বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি। ড. রেহমান তার গবেষণার কাজে পৃথিবীর অনেক দেশ সফর করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আইভিপি ফেললাে।
Title :
গঙ্গার পানি চুক্তি প্রেক্ষিত ও সম্ভাবনা (হার্ডকভার)