বুলবুল সরওয়ার কুরবান সাইদের কালজয়ী ক্ল্যাসিক আলী ও নিনো দিয়ে অনুবাদ শুরু করেন। মৌলিক ও অনুবাদসহ তার ঊনিশটি গদ্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতায়ও তাঁর সমান দক্ষতা। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক বুলবুল সরওয়ার উচ্চশিক্ষা গ্রহণ করেছেন নিপসম ও কায়রো ডেমোগ্রাফি সেন্টার থেকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ স্নাতক ও স্নাতকোত্তর নানা প্রতিষ্ঠানে শিক্ষকতায় নিয়োজিত। জন্ম ২৭ নভেম্বর ১৯৬২ সালে গোপালগঞ্জ জেলায়।