দাম্পত্যজীবনের জটিলতাÑ বিকল্প ও বন্ধুপত্নী; সামাজিক সমস্যা ও প্রতিবাদÑ ভূত ছাড়ানো ও জিনা; মনস্তাত্ত্বিকÑ পরিচয় ও শাদি; মুক্তিযুদ্ধের চেতনাÑ বীরাঙ্গনা ও বাহাদুর বাঙালি; বাৎসল্য রসÑ যৌতুক ও ট্যাকরা-ট্যুকরি।
দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর গল্পসম্ভারে আছে ভিন্নস্বাদ। গল্পসমূহের ভৌগোলিক স্থান যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান এবং লেখকের প্রিয় বাংলাদেশ। ভৌগোলিক ব্যবধান থাকা সত্ত্বেও একজনের ভালোবাসা, বেদনা, হাসি, কান্নাÑ সবকিছুই এক, রক্তের রং-ও একÑ কাজেই একটি বিশাল ক্যানভাসে মানুষের গল্প চিত্রিত হয়েছে।