আলবেয়র কামু জন্মেছিলেন অলজেরিয়ায় ৭ নভেম্বর ১৯১৩ সালে। শৈশব কেটেছে দারিদ্র্যে, তবু সুখের। অভাব ঘটেনি। আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে পড়াশােনা করে সাংবাদিক হন, এবং তারই সঙ্গে কর্মীদলের নাট্যগােষ্ঠি' নামে নতুন ধারার যুবনাট্য দল গঠন করেন। তার প্রথম দিকের রচনাগুলি 'দ্য রং সাইড এ্যান্ড দ্য রাইট সাইড' এবং 'নাপশিয়ালস” নামে সঙ্কলিত হয়েছিল। তারপর প্যারী সয়ার’ সংবাদপত্রে কর্মোপলক্ষে কিছুকালের জন্য প্যারীবাসী। হন। আলজিয়ার্স-এ ফিরে আসলেও, কিন্তু পুনরায় প্যারীবাসী হন। প্যারীতে ফিরে আসার পর তার অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস ‘লে এত্রাজে' এবং ‘লে। মিথ দ্য সিসিফাস’ নামের দীর্ঘ রচনা প্রকাশিত হয় । ১৯৪২ সালে প্রকাশিত ‘লে এত্রাজে’ (বহিরাগত)। একটি অস্তিতধর্মী কালজয়ী উপন্যাস। ১৯৪১ সালে। ফ্রান্সকে জার্মান দখলমুক্ত করার উদ্দেশে গঠিত। প্রতিরােধ বাহিনীর সদস্য হন। ১৯৫০ এর দশকে নাট্য জগতে পুনরায় সক্রিয় হন ১৯৫৭ সালে। সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন। ৪ জানুয়ারি। ১৯৬০ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ। করেন। অনুবাদক : সুনীতি চরণ ভট্টাচার্য্য, ১ মার্চ ১৯৩৩ সালে কলকাতায় জন্ম। সরকারি চাকরি করতেন। বিভিন্ন ভাষায় পারদর্শী সুনীতি চরণ ভট্টাচাৰ্য ১৯৭৫। সাল থেকে নিয়মিত অনুবাদ করছেন। বিভিন্ন ভাষার চল্লিশটি বই অনুবাদ করেছেন এবং প্রকাশিত হয়েছে।