ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের সাহিত্যের সফল ও গুরুত্বপূর্ণ গল্পকারদের একজন তিনি। বাংলা গল্পের দীর্ঘ ধারাবাহিকতায় এত সফল ও সূক্ষ্ণভাবে আর কেউ নাগরিক জীবনকে তুলে আনতে পারেননি। সাবেরই এ সময়ের সবচেয়ে বহুমাত্রিক গল্পকার। তিনি রচনা করেছেন এমন কিছু গল্প যা নিয়ে গৌরব করা চলে। যে সময়টিতে সাবের এবং তাঁর সমসাময়িকেরা নিজেদেরকে গড়ে তুলেছেন লেখক হিসেব, সেই
মঈনুল আহসান সাবের
মঈনুল আহসান সাবের ২৬ মে ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে ঢাকা শহরেই বসবাস করেন। তাঁর পৈত্রিক ভিটে বরিশালের পিরোজপুর হলেও সেখানে কখনও যাননি। লেখাপড়া করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাঁর বাবা আহসান হাবীব বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি। লেখালেখির শুরু গল্প লেখার মাধ্যমে। ছোটবেলায় ডাকটিকেট সংগ্রহ করতেন এবং বেড়াতে ভালোবাসেন; সময় ও পয়সা পেলেই স্ত্রী কেয়া ও দুই সন্তান দিব্য আর দীপ্রকে নিয়ে বেরিয়ে পড়েন।