বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষণ-বিষয় হিসেবে গল্পরচনা। পাঠ্যবইতে অন্তর্ভুক্ত হয়েছে। তাই তাদেরও বইটি কাজে লাগবে । বড়গল্প, ছােটগল্প, খুদেগল্প, অণুগল্প ইত্যাদি গল্পেরই পরিধিপ্রধান অঙ্গ। ‘গল্প লেখার কলাকৌশল’ এসবেরই একটি সমন্বয় ও রচনার কৌশলপ্রধান গ্রন্থ।