গল্পের বন্ধু (হার্ডকভার) - ফারজানা আক্তার | বইবাজার.কম

গল্পের বন্ধু (হার্ডকভার)

    5 Ratings     4 Reviews

বইবাজার মূল্য : ৳ ২০০

প্রকাশনী : দাঁড়িকমা


This book is Out of Print




WISHLIST


Overall Ratings (4)

Abdus Salam
12/02/2023

পড়াশোনা করতে ভালো লাগে টুটুল এবং টুম্পার। অন্যদিকে রাফির একদম পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা করার মতো আর্থিক অবস্থা নেই টুটুলদের, অন্যদিকে রাফির মা ডাক্তার এবং বাবার নিজস্ব ইংলিশ এবং বাংলা মিডিয়ামের স্কুল রয়েছে। রাফিরা ধনী। কিন্তু, তবুও রাফির মায়ের মনে হয় টুটুলের মা উনার তুলনায় বেশি ভাগ্যবতী। কী যেন ওই দারিদ্র্যে জর্জরিত নারীর মধ্যে আছে যা তার মধ্যে নেই। তিনটি ছোট ছোট বাচ্চা এবং দুইটি পরিবারের গল্প নিয়ে রচিত রয়েছে গল্পের বন্ধু বইটি। লেখিকা ফারজানা আক্তার। সুন্দর পজেটিভ গল্প। শিশু এবং তাদের প্যারেন্টসদের জন্য হাইলি রিকমন্ডেড।


Ayesha Nur
12/02/2023

দুই ভাই বোন টুটুল এবং টুম্পা। বাবা নেই। মা আছেন। সংসারে আর্থিক দারিদ্র্যতা রয়েছে, কিন্তু মনের দিক থেকে টুম্পা, নাকি টুটুল কে এগিয়ে! বলা কঠিন। এইদিকে রাফির বাবা আছে, মা আছে এবং খুব ধনী পরিবারের সন্তান। তবুও রাফি যেন ঠিক টুটুল বা টুম্পার মতো নয়। আবার, কখনো মনে হয় তাদের মতোই। গল্পের বন্ধু বইটি সুন্দর। বাচ্চাদের হাতে বই দেওয়ার আগে আমি কিংবা বাচ্চার বাবা আগে পড়ি। গল্পের বন্ধু বইটি আমি সকল বাচ্চাদের রিকমন্ডেড করছি৷


Iftiya Rahman
12/02/2023

রাফি তার বাবা মায়ের সাথে টুটুলদের বাসায় দাওয়াত দিতে আসে। আসার সময় তারা বেশ দামী দামী খাবার নিয়ে আসে৷ টুটুলের মা সব খাবার সবার সামনে সাজিয়ে দেয়। টুম্পা নিজে খাওয়ার সময় কিছুটা খাবার তার মায়ের মুখে তুলে দেয়। সেটা দেখে রাফিও কিছুটা খাবার তার মায়ের মুখে তুলে দেয়। আনোয়ার হোসেন তখন কিছুটা অভিমানের সুরে বলে আমাকে কেউ খাবার দিলো না। টুটুল সেটা শুনে কিছু খাবার আনোয়ার হোসেনের মুখে তুলে দেয়। এই অংশটুকু পড়ার সময় কল্পনায় মনে হচ্ছিলো দেখতে পাচ্ছিলাম। দারুণ সুন্দর। শিশুদের জন্য হাইলি রিকমন্ডেড। সুন্দর মানসিক বিকাশের জন্য শিশুদের এমন গল্প পড়া উচিত। শিশুর হাতে ফোন না দিয়ে গল্পের বন্ধু বইটি তুলে দিন। আবারো বলছি শিশুদের জন্য হাইলি রিকমন্ডেড।


Sneha Priya
12/02/2023

আজকাল প্রায় ‍সব বাচ্চাই মোবাইল এডিক্টেড হয়ে থাকে, আমি এই বইটি পড়ার পর থেকে মনে হচ্ছে মোবাইল থেকে বের হয়ে সব বাচ্চারা এই বইটি পড়ুক। গল্পের বন্ধু বইটি বাচ্চাদের খুবই ভালো লাগার মত একটি বই। এটি বাচ্চাদের জন্য হতে পারে বেস্ট চয়েস। এই বইয়ের প্রতিটি গল্পের সাথে যে ছবিগুলো দেওয়া হয়েছে সবগুলো অসাধারণ। আপনাকে আপনার ছেলেবেলায় টেনে নিয়ে যাবে। খুবই পজিটিভ একটি গল্প। বাচ্চাদের জন্য হাইলি রিকমন্ডেড।


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2024 BoiBazar.com