দীর্ঘদিন ধরে ছোটদের জন্য লিখছেন দীপালী ভট্টাচার্য। একজন শিক্ষক হিসেবে তিনি তাঁর গল্পে সবসময় যুক্ত করেন নৈতিকতা, আদর্শিক ও শিক্ষামূলক বক্তব্য। তাঁর গল্পের মধ্যে সমাজের অসংগতির কথা উল্লেখ থাকে, আর ছোটদের জন্য তিনি যখন গল্প লেখেন, তখন তিনি নিজেই যেন ছোট হয়ে যান। তাঁর গল্পে পাওয়া যায় দেশাত্ববোধ, মুক্তিযুদ্ধ, প্রকৃতি ও পরিবেশ, ভাষা আন্দোলন এবং নৈতিক চরিত্র গঠনের প্রধান উপসর্গগুলো। এই বইয়ের গল্প শুধু ছোটদের নয়, বড়দের আনন্দের উপজীব্য হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।