তথ্যের ভারে ভারাক্রান্ত না হয়ে “গল্পে গল্পে বিংশ শতাব্দী” বইটি গল্প শােনাবে বিংশ শতাব্দীর সেইসব চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনাবলি, যার জেরে পরিবর্তিত হয়েছে আজকের একবিংশ শতাব্দী। এ বইটি শুধু ইতিহাসের খচখচানি নয়, এ বই হয়ে উঠবে সকল শ্রেণির পাঠকের জন্য উপভােগ্য এক দলিল। গল্পের আকারে উত্তেজনায় ঠাসা বিংশ শতাব্দীর যাবতীয় চরিত্রগুলাে জীবন্ত হয়ে উঠবে পাঠকের মানসপটে।
আমিনুল ইসলাম
আমিনুল ইসলামের জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রামে। পিতা স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মায়ের নাম আনোয়ারা খাতুন। শৈশোব থেকেই বই পড়া ছিলো তার একমাত্র নেশা। ২০০১ সালে কিশোরগঞ্জ সদরের হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০০৩ সালে আলীনেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তিতে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অয়াকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে। ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক ঘটনাবলী নিয়ে গবেষণা করতে ভালোবাসেন। সেই ভালোবাসা থেকে ২০২০ সালে প্রথম বই লিখেন "গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ"।