গল্পে আঁকা মহীয়সী খাদিজা
#বই: মহিয়সী খাদিজা (রা:) খাদিজা (রা:)!! কে ছিলেন, কি ছিলেন, কেমন ছিলো তার অবিবাহিত জীবন, কতটা সৌহার্দ্যের ছিলো তার বাবার আদর, বিবাহিত জীবনে প্রবেশ করার পর তার কষ্টের ঝাপটা গুলো কিভাবে বার বার তাকে অাঘাতের পর আঘাত করেছে আর তবুও তিনি শক্ত হাতে হাল ধরে গেছেন... সবই জানা গেছে ছবির মতো সাজানো থরে থরে এই বইয়ের পাতায়!! হযরত মুহাম্মদ (সা:) এর সহধর্মীনি হবার পর তিনি তাঁর সকল গুণাবলী একত্রিত করে আল্লাহ্ ও তাঁর শ্রেষ্ঠ বান্দার রাস্তায় সৌহার্দ্য-সম্পদ যা ছিলো সব বিলিয়ে হয়ে উঠেছেন মহিয়সী খাদিজা (রা:)!! যখন ২য় বারের মতো প্রিয় পুত্র সন্তানের মৃত্যুতে জর্জরিত হয়েছিলেন খাদিজা (রা:) ; প্রিয় নবী করিম (সা:) তখন তাকে আল্লাহ্ তাআলার সুসংবাদ দিয়ে বলেছিলেন, আল্লাহ চান খাদিজা হবেন সারা জাহানের পুত্রদের মা!! পুত্র শোকের কষ্টকর মুহূর্তও খাদিজা (রা) এর কাছে শিথীল হয়ে যায় আল্লাহ সুবহানাহুওয়া তাআলা'র এই সন্মানীয় সুসংবাদ এর কাছে!! সুবহানআল্লাহ!! কি করে সেই মহিয়সী মায়ের কথা (জীবনী) না জেনে থাকা যায়!? আমি যতক্ষণ এই বইয়ের পাতা উল্টেছি, আর অবাক বিস্ময়ে, আবার কখনো আনন্দে চোখে পানি এসেছে!! কি করে থাকা যায় সেই মা খাদিজা'র জীবনের কথাগুলো না পড়ে!? কিভাবে সেই না জেনে থাকার অপূর্ণতা নিয়ে দিন পার করা যায়!? যখন তার বিদায় ক্ষণের কথাগুলো পড়ছিলাম, মনে হচ্ছিলো, চলে গেলেন তিনি বোধহয় আমার চোখের সামনে থেকে ই!! সেই মুহূর্তটা আমি এতো গভীরভাবে অনুভব করেছিলাম... এখনো মনে পড়লে এক অদ্ভূত বিষাদতা ঘিরে ফেলে আমাকে!! এটাই বোধহয় লেখক ও অনুবাদক উভয়ের স্বার্থকতা!! একজন শ্রেষ্ঠ মেয়ে, একজন শ্রেষ্ঠ স্ত্রী, একজন মমতাময়ী মা, একজন শেষ্ঠ বিশ্বাসকারী, শ্রেষ্ঠ বন্ধু... ইসলাম ধর্ম কে স্বেচ্ছায় সজ্ঞ্যানে গ্রহণকারী প্রথম মানুষ, নারী এই খাদিজা (রা:) এর জীবনী না পড়লে অজানা থেকে যাবে অনেক কিছু!! আগ্রহ নয়, ভালোবাসা দিয়ে উপলব্ধি দিয়ে জানতে হবে তার কথা!! তার গুণ আয়ত্ব করতে গেলেই মুসলিমাহ রা বুঝবে ইসলামে তাদের সন্মান কত উপরে আর কেনোই বা এতো উপরে!! আলহামদুলিল্লাহ্!! শুভ কামনা রইলো বইটি পড়ার জন্য!!