‘যেমনি নাচাও তেমনি নাচি’-তাকদির নিয়ে অনেক মানুষের বিশ্বাস এমন। সব কিছু আল্লাহ আগেই লিখে রাখলে আমাদের কী দোষ?
অনেকে আবার তাকদিরের দোহাই দিয়ে বলেন, কপালে থাকলে নামাজ করব, ভালো পথে আসব।
তাকদির যদি সৃষ্টির শুরুতেই আল্লাহ লিখে রাখেন, তা হলে গর্ভের বাচ্চার যে-তাকদির ফেরেশতারা লেখেন, আবার লােইলাতুল-কাদরে নাকি তাকদির পুনর্লিখন হয়, আবার দুআ করে তাকদিরে সেই আপাত গোলমেলে প্যাচঁ ছোটাতে আমাদের ছোট্র নিবেদন।