হঠাৎ উত্তরের দরজার দিক থেকে একটা কোলাহল ভেসে এলাে। ভাবলাম, ভৃত্যরা তাদের কাজের প্রস্তুতি নিতে গিয়ে এই পবিত্র অনষ্ঠানের বিঘ্ন ঘটাচ্ছে কেন? ঠিক সেই মুহূর্তে তিনজন শূকরপালক ভেতরে ঢুকল, তাদের চোখে মুখে নির্জলা আতঙ্ক; মােহান্তের কাছে গিয়ে তাঁর। কানে কানে কী যেন বলল তারা। মােহান্ত প্রথমে একটা। দেহভঙ্গি করে তাদেরকে শান্ত করলেন, যেন তিনি প্রার্থনা। অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে চাইছেন না; কিন্তু ততক্ষণে আরাে কিছু ভৃত্য ভেতরে ঢুকে পড়েছে এবং তাদের গলা আরাে জোরাল হয়ে উঠেছে। তাদের কেউ কেউ বলছিল, ‘একটা মানুষ। একটা মরা মানুষ ... একজন সন্ন্যাসী!