বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গগন হরকরা এবং তাঁর গানকে বাংলা ভাষাভাষী মানুষের কাছেই শুধু পরিচিত করেননি তিনি বিশ্ব সাহিত্য সভায় গগন ও গগনের গানের সৌন্দর্যকে তুলে ধরেছেন। বিশ্বকবির সাথে গগনের একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠে। কুঠিবাড়িতে দু'জন একত্রে বসে বাউল গান শুনতেন। গগনের সংস্পর্শে বিশ্বকবিও বাউল হয়ে উঠলেন। লিখতে থাকলেন বাউলাঙ্গের গান। কাছের মানুষ আপনজন গগন হরকরার 'আমি কোথায় পাবো তারে' গানটির অবিকল এবং অনুকৃত সুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিশ্বিক যুগে লিখেন 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গানটি। বাংলার বাউল কবির সুরে তৈরি গানটিকে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা দিলেন আমাদের জাতীয় সংগীত হিসাবে। আমাদের জাতীয় সংগীতের সাথে জড়িয়ে আছে আমাদের মাটির কৃতি সন্তান বাউল কবি গগন হরকরার মন আকুল করা সুর।