স্কুল ছাত্র টুলু খুন ! নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র মােহাম্মদ টুলু হােসেন ওরফে গালটোলা টুলু (১৬) খুন হয়েছে। গতকাল শনিবার সকাল সাতটার সময় বাজারের বালুর মাঠে টুলুর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে টুলুর মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। জানা যায়, টুলু খুন হওয়ার আগের দিন শুক্রবার রাতে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রভাবশালী নেতা গফুর আলীর একমাত্র মেয়ে লুনা(১৫), একই ক্লাসে পড়ুয়া ছাত্র টুলু তাদের বাড়ি যায়। রাত দশটার সময় লুনার বাবা গফুর আলী ঘরে ফিরে দেখে টুলুকে। মেয়ের সামনে মারধর করে টুলুকে বাইরে নিয়ে যায় গফুর আলী। টুলুকে ধরে নিয়ে গেছে এই ক্ষোভে লুনা পিতার বাড়িতে আগুন দিয়ে রাতেই টুলুর বাবাকে খবর দেয়। পরদিন টুলুর হত্যার সংবাদ শুনে ঘাতক পিতার বিরুদ্ধে স্কুলের ছাত্র-ছাত্রী নিয়ে মানববন্ধন করে। নিহত টুলুর বাবা মুক্তিযােদ্ধা শাজাহান জানায়, একাত্তরের ঘাতক গফুর আলী আমার ছেলেকে খুন করেছে। এদিকে গফুর আলীর সাথে তার মুঠোফোনে যােগাযােগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানায় যােগাযােগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লাশ মর্গে পাঠানাে হয়েছে, রিপোের্ট এলে তদন্ত সাপেক্ষে টুলুর হত্যাকারীকে সনাক্ত করার চেষ্ঠা করব, তবে মামলার প্রস্তুতি চলছে