গীবত অশান্তির বিষ বৃক্ষ বইতে লেখক কিভাবে আমরা প্রতিদিন গীবতে জড়িয়ে যাই, কিভাবে গীবত সুক্ষভাবে তার ছড়ানো বিষক্রিয়ায় আমাদের জীবনের সমস্ত অর্জনকে নষ্ট করে ইহজীবনে অশান্তির সাগরে ডুবিয়ে দেয় আর আমাদের সমস্ত পুণ্যকে ফোকলা করে পরকালে দেউলিয়া করে দেয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যারা গীবত থেকে বিরত থাকতে চান তাদের জন্য এই বই অবশ্যই পাঠ্য।