মাইন। বয়স ৩৭। এক বৈচিত্র্যহীন জীবন কাটাচ্ছে। তার প্রতিটা দিনই যেন আগের দিনটার ফটোকপি। সব সম্ভাবনাকে মেনে নিয়ে সে শূন্যতায় তাপ দিচ্ছে। হঠাৎই মোড় ঘুরে যায় তার জীবনের। এক্স-কলিগ কাশফির কাছ থেকে একটা উপন্যাস রিরাইট করার দায়িত্ব পায় সে। গোস্টরাইটিং প্রজেক্ট।
মূল উপন্যাসটা লিখেছেন সাবেক আমলা আবরার ফাইয়াজ। প্লটটা ইউনিকÑএক কাল্পনিক সমাজব্যবস্থার গল্প, যেখানে রাষ্ট্র ম্যানিপুলেট করে ব্যক্তিকে। আর ওই ব্যক্তির ছায়া ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। যাকে যত বেশি নিয়ন্ত্রণ করা হয়, তার ছায়া তত ফেড হয় এবং একসময় পুরোপুরি ‘নেই’ হয়ে যায়।
এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। মাইন বুঝতে পারেনি একবার রিরাইট শুরু করলে তার চেনা জগৎটা বদলে যাবে। বাস্তব ছেড়ে সে ঢুকে পড়বে কল্পনার রাজ্যে। সেখানকার একেকটা লেয়ার সে ভিডিও গেমের মতো পার হবে, বদলে যাবে তার চেনা পৃথিবী।
মাইনের পরিচিত মানুষগুলো বিপদে পড়তে থাকে। আরিয়া, সামিরা, কাশফি কেউই আর নিরাপদে নেই। পলিটিক্যাল থ্রিলারের ফ্লেভারে এটা এমন এক পরাবাস্তব উপন্যাস, যা আপনাকে আনন্দ দেবে।
আলভী আহমেদ
আলভী আহমেদ একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, লেখক এবং অনুবাদক। তিনি বাংলাদেশী টেলিভিশন মিডিয়ায় প্রায় ১০০ এর কাছাকাছি ধারাবাহিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যের নাটক এবং চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র ইউটার্ন চলচ্চিত্রটি ২০১৫ সালে দেশজুড়ে ৮০টির বেশি সিনেমা হলে মুক্তি পায়।তিনি প্রখ্যাত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির কিছু গল্প ও উপন্যাস বাংলায় অনুবাদ করেছেন—'নরওয়েজিয়ান উড', 'হিয়ার দ্য উইন্ড সিং' এবং 'পিনবল, ১৯৭৩'। বইগুলো বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে। তিনটি উপন্যাস অনুবাদ করেছেন তার অনুবাদে প্রকাশিত হয়েছে, মুরাকামির গল্প সংকলন, 'কনফেশনস অব আ সিনেগাওয়া মাংকি'। এছাড়াও তার মৌলিক উপন্যাস জীবন অপেরা ২০২১ সালে প্রকাশিত হয়। ১১ জন নি:সঙ্গ মানুষকে নিয়ে লেখা 'ব্লাইন্ড স্পট' তার প্রথম গল্পগ্রন্থ। ইংরেজিতে লেখা তার পেপারব্যাক গল্পগ্রন্থ 'ঢাকা ড্রিমস' অ্যামাজনে ফিকশন বেস্ট সেলার ক্যাটাগরিতে শীর্ষে ছিল তিন সপ্তাহ।