ঘরে বসেই IELTS Preparation নেওয়ার এই Journey-তে এই কয়েকদিন আপনার Partner হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। Trainer-এর জায়গা থেকে নয় বরং বন্ধুর জায়গা থেকে আপনার IELTS-এর Preparation আর Exam যাতে অনেক ভালো হয় সেই শুভকামনা থাকলো। শেষ একটা পরামর্শ আপনার জন্য। IELTS Test খুবই Important এবং একই সাথে Expensive একটা পরীক্ষা। তাই, একদম পুরোপুরি প্রস্তুত হয়েই পরীক্ষাটা দিবেন।
হয়তো সামনে কোনো একদিন আপনার সাথে দেখাও হবে। তখন আপনার IELTS-এ কাঙ্ক্ষিত স্কোর পাওয়ার গল্পটা শুনবো, ইনশাল্লাহ।
মুনজেরিন শহীদ
সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজিতে কথা বলার ছোট ছোট ভিডিও বানিয়ে জনপ্রিয় হয়েছেন মুনজেরিন শহীদ। বাড়ী চট্টগ্রাম। ২০২০ সালের জানুয়ারিতে মাস্টার্স শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে শেভেনিং স্কলারশিপের অধীনে বিশ্বে ইংরেজি ভাষার সবচেয়ে পুরোনো ও বিখ্যাত যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ‘অ্যাপ্লায়েড লিঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশন মাস্টার্স-এ অধ্যয়নরত।