ফ্ল্যাপ ১
উত্তর আমেরিকার ছবির মত সুন্দর এক প্রদেশ কলোরাডো। কাজের প্রয়োজনে সেখানের একটি শহরে যায় লিয়ানা। সেখানের সবকিছু তার পরিচিত মনে হচ্ছে। যেন অনেকদিনের চেনা। লিয়ানার ঘরে থাকা ছবিটি কি শুধুমাত্র একটি ছবি? নাকি অন্যকিছু? যাওয়ার পরপরই এক বুড়ো দম্পতির সাথে তার দেখা। তারা যেন লিয়ানার জন্যই অপেক্ষা করছিলো। একটি ঘটনার পর থেকেই সারা শহরে লোকজনের মধ্যে বেশ পরিবর্তন আসতে লাগলো। কি ঘটেছিল সে শহরে? কোন অপরাধের শাস্তি পাচ্ছে পুরো শহরবাসী?
এ শহরের পাপ কি মোচন হবে? এই ঘুমন্ত শহর কি আবার নতুন করে জেগে উঠবে?