সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) একজন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক ও লেখক। কলকাতার রায় পরিবারে জন্ম নেওয়া সত্যজিৎ রায়ের চলচ্চিত্র কর্মজীবন বাণিজ্যিক চিত্রকর্ম থেকে শুরু হলেও ফরাসি ও ইতালীয় চলচ্চিত্রের প্রভাবের পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন। তার প্রথম চলচ্চিত্র, *পথের পাঁচালী* (১৯৫৫), ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে এবং এটি অপু ত্রয়ী হিসেবে পরিচিত। সত্যজিৎ রায় তার কর্মজীবনে ৩৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তার লেখা কাল্পনিক চরিত্র ফেলুদা ও প্রোফেসর শঙ্কু অত্যন্ত জনপ্রিয়। তিনি একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার), ভারত রত্ন ও পদ্মভূষণসহ নানা মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন। ২০০৪ সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় ১৩ তম স্থান লাভ করেন। ১৯৯২ সালে হৃদযন্ত্রের জটিলতার কারণে তাঁর মৃত্যু হয়।
প্রেমেন্দ্র মিত্র
নারায়ণ গঙ্গোপাধ্যায়
দিনাজপুর জেলার বালিয়াডাঙি গ্রামে ২৭ জানুয়ারি ১৯১৭ সালে জন্ম । আদিনিবাস বরিশাল জেলার বাসুদেব পাড়া গ্রামে। শিক্ষা জীবন দিনাজপুর, বরিশাল ও কলকাতা। পােষাকী নাম তারকনাথ গঙ্গোপ্যধ্যায়। শৈশব, কৈশাের ও প্রথম যৌবন কেটেছে উত্তর ও পূর্ববঙ্গের বিভিন্ন স্থানে। সেই সূত্রেই বাংলায় নদনদী, পল্লীজনপদ ও আরণ্যক-প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়। মেধাবী ও কৃতী ছাত্র। ১৯৪১ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম.এ. পাস করেন। সিটি কলেজে চাকরি নিয়ে জলপাইগুরি আনন্দচন্দ্র কলেজ ছেড়ে চলে আসেন। তারপর থেকে আমৃত্যু কলিকাতা বিশ্ববিদ্যালয়েই ছিলেন। তার অসাধারণ স্মরণশক্তি ছিল । সাহিত্য চর্চা শৈশব থেকেই শুরু হয়। ভারতবর্ষে ধারাবাহিকভাবে মুদ্রিত প্রথম উপন্যাস উপনিবেশ (অখণ্ড) প্রকাশের সঙ্গে সঙ্গেই সাহিত্য রসিক সমাজে অন্যতম শ্রেষ্ঠ লেখকের আসনে প্রতিষ্ঠিত হন। প্রথম প্রকাশিত গল্প সংকলনের নাম বীতংস (১৯৪৫)। প্রকাশিত গল্প সংকলন, উপন্যাস, নাটক এবং প্রবন্ধের বই আনুমানিক শতাধিক-এর মধ্যে কিশােরদের জন্য গল্প ও উপন্যাস আছে । তার সৃষ্টি টেনিদা বাংলা কিশাের সাহিত্যের অমর চরিত্র। ক্যালকাটা কেমিক্যালের উদ্যোগে প্রকাশিত কথাশিল্পী গল্প সংকলনে তার ইতিহাস' গল্পটি শ্রেষ্ঠগল্প রূপে জনমত লাভে ধন্য। হয়। তিনি আনন্দবাজার পত্রিকা আয়ােজিত আনন্দ পুরস্কারও লাভ করেন। বসুমতি পত্রিকায় উদ্যোগে আয়ােজিত-সাহিত্য পুরস্কারও লাভ করেন, দেশ-এ ধারাবাহিকভাবে প্রকাশিত সনন্দর জার্নাল-এর জন্য, শ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টির জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক এবং অপ্রতিদ্বন্দ্বী কিশাের সাহিত্য সৃষ্টির জন্য রঞ্জিত স্মৃতি পুরস্কারও পান। ৮ নভেম্বর ১৯৭০ সালে মাত্র তিপান্ন বৎসর বয়সে তার মহাপ্রয়াণ ঘটে।