গেট স্মার্ট তথা স্মার্ট হোন। লেখক ব্রায়ান ট্রেসি তার বইয়ের শিরোনামেই তার ই”ছা, উদ্দেশ্য এবং বইয়ের বিষয়ব¯‘ তুলে ধরেছেন। ইংরেজিতে স্মার্ট শব্দটির চমৎকার ব্যাখ্যা আছে। ঝগঅজঞ ধপৎড়হুস: ঝঢ়বপরভরপ, গবধংঁৎধনষব, অপযরবাধনষব, জবধষরংঃরপ ধহফ ঞরসবষু. একটি লক্ষ্য বা পরিকল্পনার কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। একটি লক্ষ্যকে অবশ্যই নির্দিষ্ট হতে হবে, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, বাস্তবিক ও সময়সীমা থাকতে হবে। এ বৈশিষ্ট্যগুলোই স্মার্ট শব্দের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।
এছাড়া ব্রায়ান ট্রেসি মানুষের চিন্তাভাবনার শক্তি বৃদ্ধির কলাকৌশল সম্পর্কে আলোচনা করেছেন। যেমন: দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বনাম স্বল্পমেয়াদি দৃষ্টিভঙ্গি, ধীর চিন্তা বনাম দ্রুত চিন্তা, লক্ষ্যভিত্তিক চিন্তা বনাম প্রতিক্রিয়াভিত্তিক চিন্তা প্রভৃতি। এভাবে তিনি নানান ধরনের মানুষের চিন্তাভঙ্গিকে বিচারবিশ্লেষণ করে আমাদের সামনে তুলে ধরেছেন। শেষ অধ্যায়ে তিনি বিচার করেছেন ধনী চিন্তা বনাম দরিদ্র চিন্তা। এভাবে প্রতিটি অধ্যায় এগিয়ে গিয়েছে এবং আমাদের সামনে কার্যকর ধ্যানধারণা তুলে ধরার পাশাপাশি অকার্যকর চিন্তাভাবনা তুলনা করেছেন। এতে করে পাঠক খুব সহজেই নিজের চিন্তা ও অন্যের চিন্তাকে বিচারবিশ্লেষণ করতে সক্ষম হবে। আর নিজের জন্য, নিজের সাফল্যের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা খুঁজে পাবে।
ব্রায়ান ট্রেসি
Brian Tracy (born January 5, 1944) is the Chairman and Chief executive officer (CEO) of Brian Tracy International, a company he founded in 1984 in Vancouver, Canada. Brian Tracy International sells counseling on leadership, selling, self-esteem, goals, strategy, creativity, and success psychology. The company is headquartered in Bankers Hill, San Diego, California. Prior to founding his company, Tracy had served as the Chief Operating Officer of a development company. He serves as the President of three companies headquartered in Solana Beach, California. He teaches sales, time management, personal development and leadership.