শুধু বিসিএস পরীক্ষায় টিকে যাওয়ার জন্য না পড়ে সত্যিকার অর্থে নিজের মূল্যবোধকে জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে পড়া উচিৎ। যদিও এই জিনিস শুধু বই পড়ে উন্নতি সাধন করা সম্ভব নয়। যদি তাই হতো তাহলে বিসিএস চাকরি করা কোন লোক কোন ধরণের দুর্নীতির সাথে আপোষ করতো না। কারণ সবাই নিশ্চয়ই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের জন্য থাকা ১০ নম্বরে ভাল নম্বর পেয়েই বিসিএস ক্যাডার হয়।
যাইহোক কাজের কথা হচ্ছে যারা বিসিএস দিতে চাচ্ছেন বা অন্যকোন চাকরির পরীক্ষা দিবেন তাদের জন্য এই বইটি পাঠ্য বইয়ের মত। বইটির সবচেয়ে ভাল বিষয় হলো বইটি অনেকটা ক্লাস নাইন টেনে পড়া বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির আদলে লেখা ফলে পড়তে অনেক সুবিধা হবে। বইটিতে নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত বর্ণান সাজিয়ে লেখা হয়েছে তাই একজন শিক্ষার্থী সহজে মনে রাখতে পারবে।
নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের জন্য থাকা ১০ নম্বর হাতছাড়া করতে না চাইলে এখনই সংগ্রহ করুন চমৎকার এই বইটি-
ড. মোঃ শাহনেওয়াজ হোসেন
Title :
জর্জ নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন ৪৫তম বিসিএস (২০২৩ সংস্করন)