মুসলিম উত্তরাধিকার আইন অত্যন্ত পুরনো একটি আইন । যে আইনে নারীকে সম্পত্তির উত্তরাধিকার ও মালিকানা প্রদান করা হয়েছে। আইনে নারীর সম্পত্তির বিষয় স্পষ্টত উল্লেখ থাকলেও সমাজে নারীর সম্পত্তি প্রাপ্তির বিষয়টি নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব ও মতভেদ রয়েছে। এমনকি কখনও কখনও নারী যে সম্পত্তির মালিক তাও সামাজিক স্বীকৃতি পায় না। বাংলাদেশ রাষ্ট্র জেন্ডার সমতার বিষয়ে সচেতন। জেন্ডার সমতার বিষয়টি নারীর সম্পত্তি প্রাপ্তি-অপ্রাপ্তিতে কোনো ধরনের প্রভাব রাখছে কি না সে বিষয়টি এ গবেষণাধর্মী বইয়ে অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। সমাজ, আইন, রাষ্ট্র, সম্পত্তি সবকিছুর সঙ্গেই নারী-পুরুষের সমতার প্রশ্ন জড়িত। সেক্ষেত্রে নারী-পুরুষের উত্তরাধিকার সম্পত্তিতে সমতার বিষয় নিয়ে গবেষণাকর্মটি অগ্রসর হয়নি। বরং বিদ্যমান আইনি ব্যবস্থায় নারী সম্পত্তির মালিকানা দাবি করতে পারছে কি পারছে না, সেটি আবার সমতার প্রশ্নকে বিঘিত করছে কি না সে বিষয়টি যেমন খোঁজার চেষ্টা করা হয়েছে তেমনি সামাজিক ব্যবস্থার মধ্যে আইনি ব্যবস্থার কার্যকারিতা ও প্রায়োগিক দিককে বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হয়েছে। এভাবে আবার লিঙ্গীয় বৈষম্যের নানা দিক উঠে এসেছে। নারী সম্পত্তি চায় না, নারী সম্পত্তির অধিকার নিয়ে কথা বলতে আগ্রহী নয়Ñএ ধরনের সরলীকৃত ব্যাখ্যা প্রকৃতপক্ষে সঠিক নয়। নারী অন্যান্য অধিকারের পাশাপাশি তার সম্পত্তির অধিকারে অগ্রগামী কিন্তু সামাজিক ব্যবস্থা তাকে পশ্চাৎপদ ও বাধাগ্রস্ত করছে। রাষ্ট্র একজন নাগরিককে আইনি সহায়তা দেয় যদি বঞ্চিত ব্যক্তি এগিয়ে আসে। এক্ষেত্রেও সমাজ নারীকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। একবিংশ শতাব্দীতে এসেও নারী বৈধ অধিকার অর্জনে নিজেকে সক্ষম করতে পারছে না। তার পেছনে কী ধরনের কারণ বিদ্যমান সে বিষয়েও বিশ্লেষণ করা হয়েছে এ গ্রন্থটিতে। ফলে বলা যায় নারী, সম্পত্তি, ক্ষমতা এবং আইনি ব্যবস্থার বাস্তবচিত্র এ গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে। এটি একটি জরুরি ও যুগোপযোগী বই।
উম্মে আসমা
ড. উম্মে আসমা (টুটুল), জন্ম ১৭ই ডিসেম্বর ১৯৬৪, পটুয়াখালীতে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উপপরিচালক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষে ড. বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের তত্ত্বাবধানে সম্পন্ন করেছেন এম.ফিল গবেষণা। ২০১১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে ড. আকবার হোসেনের তত্ত্বাবধানে লাভ করেছেন পিএইচ.ডি ডিগ্রি । ড. উম্মে আসমা দুই সন্তানের জননী। পুত্র আদনান শাহারিয়ার (জয়তু) এবং কন্যা নুঝাত নাজিয়া (মোহনা)। স্বামী মোঃ নাসিম উল গণি পেশায় ব্যবসায়ী। ড. আসমা মুখ্যত গবেষক। তাঁর লেখা নারী উন্নয়ন ও জেন্ডার বিষয়ক কয়েকটি প্রবন্ধ বিভিন্ন জার্নাল ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।
Title :
জেন্ডার সমতা ও বাংলাদেশে মুসলিম উত্তরাধিকার