ফ্ল্যাপের কিছু কথাঃ গারো সমাজ নিয়ে অনেকেই লিখেছেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্ষেত্রসমীক্ষাধর্মী গবেষণাও হয়েছে প্রচুর। কিন্তু এ গ্রন্থ সব থেকে আলাদা এই কারণে যে , এটি লিখেছেন গারো সমাজের একজন সচেতন প্রতিনিধি, একজন সৃজনশীল কবি মতেন্দ্র মানখিন। সচেতন বলেই তিনি গারো সমাজের একটি নির্দিষ্ট গোত্র নিয়ে লিখেছেন। নিজের অভিজ্ঞতা যুক্ত হয়েছে বলেই এ গ্রন্থের তথ্য মৌলিক এবং বিশ্বাসযোগ্য। মতেন্দ্র মানখিনের এ গ্রন্থ আমাদের নৃতাত্ত্বিক ইতিহাস চর্চার ধারার নবতর সংযোজন। ড. তপন বাগচী উপপরিচালক বাংলা একাডেমী, ঢাকা